আজকের শিরোনাম :

গত বছর চীনে জন্ম নিয়েছে ১ কোটি ৭৬ লাখ শিশু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ১২:২৭

ঢাকা, ১৬ জুলাই, এবিনিউজ : গত বছর চীনের বিভিন্ন হাসপাতালে মোট ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। 

কমিশন জানায়, এসব নবজাতকের প্রায় ৫১ শতাংশ তাদের পরিবারের প্রথম সন্তান না।

চীনে বৃদ্ধ লোকের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার কারণে বেইজিং ২০১৬ সাল থেকে বিবাহিত দম্পতিকে দ্বিতীয় সন্তান নেওয়ার অনুমতি দেয়। আর এ অনুমতি দেয়ার মধ্য দিয়ে দেশটিতে দশকের পর দশক ধরে চলা এক সন্তান নীতির অবসান ঘটে।

এদিকে ২০১৭ সালে প্রতি লাখ শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার ১৯.৬ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে প্রতি হাজার শিশুর জন্মে নবজাতকের মৃত্যুর হার ৬.৮ শতাংশ কমে গেছে।

২০১৭ সালে চীন দেশব্যাপী ১ কোটি ১৭ লাখ ৩০ হাজার নারীকে বিনামূল্যে গর্ভবতী পূর্ব স্বাস্থ্য পরীক্ষা করেছে। জন্মগত ত্রুটি হ্রাসের চেষ্টায় তারা এটা করে।
খবর সিনহুয়া

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ