আজকের শিরোনাম :

গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১৪:১০

ঢাকা, ১৪ জুলাই, এবিনিউজ : ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ শনিবার তারা এ হামলা চালাল। সীমান্ত সংঘর্ষে ফিলিস্তিনি এক কিশোর নিহত ও ইসরায়েলি এক সৈন্য আহত হয়।

সীমান্তে বিক্ষোভ চলাকালে উভয়ের মধ্যে সংঘর্ষে হতাহতের পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ও মর্টার হামলা চালানোর জবাবে ইসরায়েল এ বিমান হামলা চালায়।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এটি ছিল হামাসের একটি সুড়ঙ্গ পথ।

গাজা উপত্যকায় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলের বিমান হামলায় কেউ হতাহত হয়নি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ