আজকের শিরোনাম :

শুধু নিউইকয়র্কেই ২৪ ঘণ্টায় ৭৭৯ জনের প্রাণহানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২০, ০৯:৫৯

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৭৭৯ ব্যক্তির প্রাণহানি হয়েছে। একই সময়ে গোটা আমেরিকায় মারা গেছেন ১ হাজার ৯৭৩ জন।

এটি আমেরিকায় একদিনে প্রাণ হারানোর সর্বোচ্চ পরিসংখ্যান। এর আগের দিন মঙ্গলবার আমেরিকা জুড়ে করোনায় এক হাজার ৯৭০ ব্যক্তি প্রাণ হারান।করোনাভাইরাস নিউইয়র্কের সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ায় ওই অঙ্গরাজ্যের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।       

এদিকে, বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের কর্মীদের প্রাণ হারানোর সংখ্যা তিন হাজার ১৬০ জনে পৌঁছেছে। এর একদিন আগে মঙ্গলবার এই সংখ্যা ছিল দুই হাজার ৬৫৭ জন।

আমেরিকায় গতকাল বুধবার  নতুন করে ২৯ হাজার ৯৩৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে করোনা আক্রান্ত মোট মানুষের সংখ্যা দাঁড়াল চার লাখ ৩০ হাজার জনে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে আমেরিকা বিশ্বের দেশগুলোর তালিকার শীর্ষে অবস্থান করছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ