আজকের শিরোনাম :

করোনার উৎপত্তিস্থল উহানের ‘ভুল’ থেকে শিখতে বললেন সাংবাদিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১০:৩২

নভেল করোনাভাইরাসে টানা ১১ সপ্তাহ লকডাউনে থাকার পর চীনের উহান শহর এখন ‘মুক্ত’। দীর্ঘ এই অচলাবস্থায় সেখানকার মানুষের যে অভিজ্ঞতা হয়েছে, সেখান থেকে বিশ্ববাসীকে শিক্ষা নিতে বলেছেন বিবিসি চাইনিজের সাংবাদিক মেইচিং গুয়ান।

‘গত তিন মাস আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সব অভিজ্ঞতা মূল্যবান হলেও ভয় কাটছে না,’মেইচিং ভিডিও বার্তায় বলেন, ‘আমি সময়টাকে লকডাউন বলতে চাই না। এটি ত্যাগ।’

‘আমরা সবাই বাড়িতে থাকলেও যার যার জায়গা থেকে সর্বোচ্চ সাহায্য করেছি প্রতিবেশীদের। শুরুতে আমাদের মনে হয়েছিল লকডাউনের দরকার নেই। এই ভুল করবেন না। সব বন্ধ হতে থাকলে ভয় পাবেন। আমি তো রাতে ঘুমাতেও পারতাম না।’

‘শুরুতে আমাদের চিকিৎসকেরা সেবা দিতে হিমশিম খেয়েছেন। হাসপাতালে বেড ছিল না। মানুষ শুধু অভিযোগ করতে থাকে। ধীরে ধীরে এসব সমস্যা অবশ্য কেটে যায়। দেশের নানা প্রান্ত থেকে সাহায্য আসতে থাকে।’

‘আমার পরিবার মুসলিম। মহামারীর সময়ে হালাল খাবার পাওয়া সত্যি কষ্টের। ফেব্রুয়ারির শেষ দিকে আমরা এক বক্স হালাল পুডিং কিনতে সক্ষম হই।’

অন্য দেশের মানুষদের জন্য পরামর্শ দিতে গিয়ে মেইচিং বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলুন। তারা দূরে থাকলে আপনাকে নিয়ে চিন্তায় থাকবেন, তাই তাদের জানান কেমন আছেন।’

‘সঙ্গীর সঙ্গে যোগাযোগ বাড়ান। সম্ভব হলে সব সময় একসঙ্গে থাকুন। যদি বাড়িতে বসে কাজ করেন, তাহলে কাজ আর জীবনকে আলাদা করুন। বই পড়ুন, টিভি দেখুন, ভিডিও গেমস খেলুন।’

‘এই সময়ে হতাশা ঘিরে ধরা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন মহামারী মোকাবিলার জন্য লকডাউনে থাকা একটা বৈজ্ঞানিক উপায়। আমি আশা করি মানুষ আমাদের থেকে শিক্ষা নেবে।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ