আজকের শিরোনাম :

এক বছর বেতন নেবেন না ভারতের সাংসদ-মন্ত্রীরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৮:৫৭

ভারতে আগামী একবছর ৩০ শতাংশ বেতন নেবেন না প্রধানমন্ত্রীসহ সব সাংসদ, রাষ্ট্রপতি এবং রাজ্যপালরাও। করোনাভাইরাস মোকাবিলা এবং অর্থনৈতিক বিপর্যয় সাম‌লাতে তারা নিজেরাই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সাংসদদের ভাতা ও পেনশনও এক বছরের জন্য ৩০ শতাংশ কাটার সিদ্ধান্ত হয়েছে। এই অর্থ যাবে প্রধান‌মন্ত্রীর ত্রাণ তহবিলে।

সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

এনডিটিভি জানায়, বেতন কাটা শুরু হবে এপ্রিল থেকেই। বেতনের এই অংশ দেশটির কনসোলিডেটেড ফান্ডে জমা হবে। করোনাভাইরাস মোকাবেলায় তা ব্যয় হবে।

পাশাপাশি এও সিদ্ধান্ত হয়েছে যে, দু’বছরের জন্য অর্থাৎ, ২০২২ সাল পর্যন্ত সাংসদ উন্নয়ন তহবিলের অর্থও প্রধানমন্ত্রীর তহবিলে জমা পড়বে।

সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর এ বৈঠক ডাকা হয়। ভাষণে প্রধানমন্ত্রী সবাইকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ