আজকের শিরোনাম :

আইভরিকোস্টে করোনাভাইরাস পরীক্ষা কেন্দ্র ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৫:৩১

আইভরিকোস্টের আবিদজান শহরে শ্রমিক শ্রেণির বাসিন্দারা রবিবার একটি করোনা পরীক্ষা কেন্দ্র ধংস দিয়েছে। কেন্দ্রটি নির্মাণাধীন ছিল। পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানান।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে বেশকিছু লোককে একটি ভবন ভেঙে ফেলতে দেখা গেছে। এ সময়ে অনেকে স্লোগান দিচ্ছিল,‘আমরা এটি চাই না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকতা এ কথা জানান, দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়োপাওগুন জেলায় ঘটনাটি ঘটে। এখানে ৫০ লক্ষ লোকের বাস। স্থানীয়রা পরীক্ষা কেন্দ্রটির বিপক্ষে, কারণ তারা মনে করছে এটি তাদের বাড়ির খুব কাছে বানানো হচ্ছে যা আবাসিক এলাকার একেবারে মধ্যখানে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যে ভবনটি নির্মাণ করা হচ্ছে না। এটি কেবল করোনা পরীক্ষার জন্যে তৈরি করা হচ্ছে।

দেশটিতে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২৬১ জন। মারা গেছে তিনজন।

প্রেসিডেন্ট আলাসনে ওয়াটারা গত ২৩ মার্চ দেশটিতে জরুরি অবস্থা জারি করেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ