আজকের শিরোনাম :

লকডাউনে নারীদের রক্ষায় জাতিসংঘ মহাসচিবের আহ্বান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১৪:০১

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস নভেল করোনা ভাইরাস মোকাবেলার পরিকল্পনায় নারীদের সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করতে সারাবিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতি ও বিভিন্ন ভাষায় প্রকাশিত ভিডিওতে গুতেরেস বলেন, যুদ্ধক্ষেত্রেই সহিসংতা সীমাবদ্ধ নয়। অনেক নারী ও মেয়ে তাদের নিজ বাড়িতেই ব্যাপক হুমকিতে রয়েছে। যদিও সেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা। তিনি বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবেলায় সংঘাতময় এলাকাগুলোতে যুদ্ধ বিরতিরও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহে অর্থনৈতিক ও সামাজিক চাপের পাশাপাশি আতংকও বেড়েছে। এ সময়ে আমরা বিশ্বজুড়ে পারিবারিক সহিংসতাও ভয়ঙ্করভাবে বেড়ে যেতে দেখেছি।

গুতেরেস বলেন, আমি কোভিড-১৯ মোকাবেলায় জাতীয় পরিকল্পনায় নারীর প্রতি সহিংসতা রোধের বিষয়টিকেও গুরুত্ব দিতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

বিশ্বজুড়ে ঘরে ঘরে শান্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধক্ষেত্র থেকে ঘর সবখানে আমরা যৌথভাবে সহিংসতা বন্ধ করতে পারি এবং অবশ্যই তা করতে হবে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ