আজকের শিরোনাম :

নাইজেরিয়ায় লকডাউন ভঙ্গ করায় গুলি করে যুবককে হত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ১৩:০৫

নাইজেরিয়ার ওয়ারি শহরে লকডাউনের সময় বাড়ির বাইরে আসায় গুলি করে এক যুবককে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার (৪ এপ্রিল) এ ঘটনা ঘটে। করোনা ঠেকাতে ওয়ারি শহরে লকডাউন চলছিলো। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হওয়ায় যুবক জোসেফ পেসুককে গুলি করে দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শহরটিতে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাইজেরিয়াতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ জন আর আক্রান্ত রোগীর সংখ্যা ২১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৫ জন।  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ