আজকের শিরোনাম :

করোনায় ফ্রান্সে আরও ১১২০ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১১:১৩

বিশ্বজুড়ে ছড়িড়ে পড়া মহামারী করোনাভাইরাসে ফ্রান্সে একদিনে আরও ১১২০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬ হাজার ৫০৭ জনের। 

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন। সংকটাপন্ন হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৬৬২ জন। আর এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪ হাজার ৩৩৮ জন। তবে, সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪ হাজার ৮ জন।


এদিকে ইতালিতে একদিনে মারা গেলেন ৭৬৬ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৮১ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭৬৬ জনের। সেখানে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন। মোট সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৫৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।

এ ছাড়া স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১১ হাজার ১৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫০ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৯ জন। মোট সুস্থ হয়েছেন ৩০ হাজার ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৩৪ জন।

এ ছাড়া যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় ৩৬০৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ৬৮৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬০৫ জন।

বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৯ হাজার ১৭২ জন। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এর সংক্রমণে মারা গেছেন ৫ হাজার ৯৭৩ জন। সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৯ হাজার ৮০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৬৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৮ হাজার ৯৩৮ জন। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ