আজকের শিরোনাম :

ভারতে একদিনে সর্বোচ্চ ৪৭৮ জন করোনা আক্রান্ত শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১০:২০ | আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:৫৮

গত ৩০ জানুয়ারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্তের পর এই পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে ভারতে। দেশটিতে শুক্রবার ৪৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে রোগীর সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৫৪৭ জনে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে।

ভারতে রোগীর সংখ্যার এই উল্লম্ফনের জন্য দিল্লিতে তাবলিগ জামাতের এক সমাবেশকে দায়ী করা হচ্ছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই সমাবেশে থাকা তাবলিগ সদস্যদের ৬৪৭ জনের দেহে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। গত দুই দিনে মারা যাওয়া ১২ জনও ওই সমাবেশের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

সংক্রমণের দিক থেকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান। দেশটিতে মোট ২ হাজার ৬৩৭ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে।

পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, দেশটিতে এক দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে দুশজনের মতো। এর মধ্যে পাঞ্জাবে নতুন ৮৪ জন নতুন রোগী পাওয়া গেছে, যা নিয়ে প্রদেশটিতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

আক্রান্তের সংখ্যা বেশি হলেও কোভিড-১৯ রোগীদের মধ্যে পাকিস্তানে মৃত্যু ভারতের চেয়ে এখনও কম। পাকিস্তানে এ পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে, অন্যদিকে ভারতে মৃতের সংখ্যা ৬২।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ