আজকের শিরোনাম :

সব আলো নিভিয়ে ৯ মিনিট মোমবাতি জ্বালানোর আহ্বান মোদির

  এনডিটিভি

০৩ এপ্রিল ২০২০, ১৪:২৮ | অনলাইন সংস্করণ

করোনাভাইরাসের বিস্তার রোধে ২১ দিনের লকডাউনে দেশের মানুষ যেভাবে সাড়া দিয়েছে, তাতে অভিভূত ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বললেন, পুরো বিশ্বের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে তারা।

করোনার কারণে সবার জীবনে নেমেছে অন্ধকার। এই কঠিন সময়ে সবাইকে ঐকবদ্ধ থাকতে বললেন মোদি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সংহতি প্রকাশে আগামী রোববার বাসার সব আলো নিভিয়ে ৯ মিনিটের জন্য মোমবাতি জ্বালানোর আহ্বান করেছেন।

লকডাউনে জনগণের কাছে সাড়া পেয়ে মুগ্ধ মোদি, ‘কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লকডাউনের নবম দিন হচ্ছে আজ। যেভাবে আপনারা সবাই এই সংকটে সাড়া দিয়েছেন, তা প্রশংসনীয়। ভারতীয়রা দেখিয়ে দিয়েছে কীভাবে ঘরের মধ্যে থাকতে হয়, পুরো বিশ্বকে অনুপ্রাণিত করেছে। লকডাউনে ভারত দৃষ্টান্ত তৈরি করেছে, যা অন্যরাও অনুসরণ করছে।’

সবাইকে একসঙ্গে নিয়ে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আশাবাদী ভারত প্রধানমন্ত্রী, ‘আমি আপনাদের বলতে চাই, এই সময় কেউ একা নয়। আমরা সবাই একসঙ্গে আছি। একসঙ্গে থেকে এই অন্ধকার সময় পার করতে হবে। এই করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে গরীবদের ওপর। এই অন্ধকার জিতে আলো ছড়াতে আমাদের সবাইকে এক হতে হবে।’

আগামী রোববার সবাইকে আরেকবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন মোদি, ‘আগামী রোববার, রাত ৯টায়, আপনারা ঘরের আলো নিভিয়ে দেন। আপনারা প্রত্যেকে মোমবাতি জ্বালান কিংবা আপনাদের মোবাইলের টর্চ অন করেন। এটা করে আমরা প্রমাণ করবো কেউ একা নই।’

তবে এই সংহতি প্রকাশেও সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছেন ভারতের সরকার প্রধান, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলে এই কাজটা করতে হবে ঘরের বারান্দা থেকে। আমাদের কিন্তু রাস্তায় বের হওয়া চলবে না। দয়া করে মনে রাখবেন সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’

ভারতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এর আগে দুইবার জনগণের উদ্দেশে ভাষণ দেন মোদি। প্রথম ভাষণে একদিনের জনতা কারফিউর ডাক দেন এবং ২৪ মার্চ পরেরটিতে ২১ দিনের জন্য দেশে লকডাউন ঘোষণা করেন।

পাশাপাশি সামাজিক দূরত্ব ও লকডাউনের বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়ে টুইট করেন মোদি। কদিন আগে এক ভিডিও বার্তায় ঘরে অলস সময়ে যোগব্যয়াম অনুশীলনের পরামর্শ দেন তিনি।

এপর্যন্ত ভারতে প্রায় দুই হাজার লোক করোনায় আক্রান্ত, মৃত্যু ৫৩ জনের।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ