আজকের শিরোনাম :

করোনা : ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৬ জন

  এনডিটিভি

০৩ এপ্রিল ২০২০, ১৩:৪৮ | অনলাইন সংস্করণ

প্রতিবেশি দেশ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশব্যাপী লকডাউনেও কমেনি বিস্তারের গতি। বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত দেশটিতে আরও  ৩৩৬ জন মানুষের মধ্যে সংক্রমণ চিহ্নিত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩০১ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের।এখঝন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৫৬ জন মারা গেছেন। অন্যদিকে এখন পর্যন্ত ভারতে চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৫৭ জন করোনায় আক্রান্ত ব্যক্তি।

প্রাপ্ত তথ্য অনুসারে, ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে, ৩৩৫ জন। এর পরেই আছে যথাক্রমে কেরল,তামিলনাড়ু,উত্তরপ্রদেশ।

বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবাংলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন।

করোনা সংক্রমণ এড়াতে বর্তমানে দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই ঘরবন্দি দশা।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ