আজকের শিরোনাম :

ক্ষমতা হস্তান্তরের মার্কিন প্রস্তাব নাকচ করেছে ভেনিজুয়েলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০১:০০

ভেনিজুয়েলায় অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে আমেরিকা যে চুক্তির প্রস্তাব দিয়েছে তা সরাসরি নাকচ করেছে কারাকাস।

ভেনিজুয়েলার সরকার পরিষ্কারভাবে বলেছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছেন। ফলে মাদুরোর পদত্যাগের যেকোনো প্রস্তাব এবং দেশে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বক্তব্য অগ্রহণযোগ্য।

কারাকাস বলেছে, ভেনিজুয়েলার ভোটাররা সম্মান পাওয়ার অধিকার রাখেন এবং তারা কখনো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি বলেছেন, দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা যদি নিকোলাস মাদুরোকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব মেনে না নেয় তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ভেনেজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে।

এর জবাবে ভেনিজুয়েলার সরকার বলেছে আমেরিকার এই প্রস্তাব ভেনিজুয়েলার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি নগ্ন প্রচেষ্টা। তবে দেশটির সরকার-বিরোধী পক্ষ বলেছে, আমেরিকার এ প্রস্তাব বৈধ এবং যৌক্তিক।

বিশেষজ্ঞরা বলছেন, ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করা এবং দেশটিকে নতজানু করার জন্য আমেরিকা এসব অপতৎপরতা চালাচ্ছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ