আজকের শিরোনাম :

স্পেনে প্রতিদিন মারা যাচ্ছে ৮০০ মানুষ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১৮:২৩

স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বুধবার (১ এপ্রিল) একদিনেই মারা গেছে ৮৬৪ জন। তার আগের দিন মৃত্যু সংখ্যা ৮৪৯ জন।

বিবিসি জানায়, গত পাঁচদিন ধরে স্পেনে মারা যাচ্ছে আটশ'র অধিক মানুষ। দেশটির সরকারি তথ্যেই এই হিসাব দেখা যাচ্ছে।

পুরো বিশ্বে ইতালির পর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় এক লাখ মানুষ। এর মধ্যে মারা গেছে মোট ৯ হাজার ৫৩ জন।

এদিকে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৭৬৭ জন। মারা গেছে ৪৩ হাজার ২৮৮ জন মানুষ।

শুরুতে আক্রান্তের সঙ্গে সুস্থ হয়ে উঠার সংখ্যা আশাব্যাঞ্জক হলেও এখন দুই পরিসংখ্যানে বিশাল তফাত গড়ে উঠেছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৮৫ হাজারের কাছাকাছি মানুষ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ