আজকের শিরোনাম :

বাতাসে থাকা করোনাভাইরাস মারার যন্ত্র আবিষ্কার করল ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১১:৪১

ভারতের দুই গবেষক প্রথমবারের মতো বাতাসে থাকা করোনাভাইরাস মারার যন্ত্র আবিষ্কার করলেন। যন্ত্রটির নাম দেয়া হয়েছে এয়ালেন্স মাইনাস করোনা।

আইআইটি খড়গপুরের ডা. দেবায়ন সাহা ও এইমসের গবেষক শশী রঞ্জনের আবিষ্কৃত যন্ত্রটিতে বাতাসে থাকা করোনার জীবাণু নষ্ট হয়ে যায়।  

এই আবিষ্কারের ফলে বিভিন্ন জায়গায় স্যানিটাইজেশনের কাজ আরও সহজ হবে। এ ছাড়া যন্ত্রটির সাহায্যে অক্সিডেশনের মাধ্যমেই গোটা শহরকে ভালোভাবে পরিশুদ্ধ করা সম্ভব বলেও জানিয়েছেন তারা।  

যন্ত্রটি থেকে ফোঁটা ফোঁটা পানি বেরিয়ে বাতাস পরিষ্কার করবে। তবে সাধারণ পানির পরিবর্তে ব্যবহৃত হবে আয়নযুক্ত পানি। এই পানি কোভিড-১৯ এর সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন নিস্তেজ হয়ে যাবে।  

করোনাভাইরাস নির্মূলে এই আবিষ্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন গবেষকরা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ