আজকের শিরোনাম :

মার্কিন সামরিক অভিযান মোকাবেলায় প্রস্তুত কাতাইব হিজবুল্লাহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৮:০৪

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির অন্যতম প্রধান অঙ্গ সংগঠন কাতাইব হিজবুল্লাহ বলেছে, সম্ভাব্য মার্কিন সামরিক বাহিনীর অভিযান মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। সংগঠনের মুখপাত্র মোহাম্মদ মুহাইয়ি বলেন, যদি আমেরিকা কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে তা মোকাবেলার জন্য কাতাইব হিজবুল্লাহ প্রস্তুত।

সংগঠনের এ মুখপাত্র বলেন, আমেরিকার দখলদার সেনারা সম্প্রতি যেসব তৎপরতা চালিয়েছে তা কোনো দৈব ঘটনা নয়। তিনি বলেন, আমেরিকা মনে করে ইরাকে তাদের স্বার্থ উদ্ধারের পথে প্রধান বাধা হচ্ছে কাতাইব হিজবুল্লাহ। কারণেই তারা এ সংগঠনের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চায়।

মুখপাত্র মোহাম্মদ মুহাইয়ি সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, আমেরিকার এ ধরনের সম্ভাব্য সামরিক অভিযান মোকাবেলার জন্য কাতাইব হিজবুল্লাহ যথেষ্ট শক্তিশালী। তিনি বলেন, আমেরিকা ইরাকে যে সমস্ত ষড়যন্ত্র করছে সে সম্পর্কে কাতাইব হিজবুল্লাহ পরিপূর্ণভাবে সতর্ক আছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ