আজকের শিরোনাম :

করোনায় স্পেনের ভয়াবহতম দিন, ২৪ ঘণ্টায় মৃত ৮৪৯ জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৭:৫৩

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৪৯ জন। দেশটিতে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একদিনে মৃত্যুর সংখ্যার পরিমাণ দিয়ে এটিই সর্বোচ্চ। দেশটির জন্য ভয়াবহতম একটি দিন। এ নিয়ে স্পেনে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ১৮৯ জনের।

এদিকে একদিনের ব্যবধানে স্পেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৯৪ হাজার ৪১৭ জনে। মঙ্গলবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রনালয় এসব তথ্য জানিয়েছে। খবর আরটির

এদিকে রোববার স্পেনের জরুরি স্বাস্থ্য বিভাগের প্রধান ফার্নান্দো সাইমনের দেহে করেনাভাইরাস শনাক্ত হওয়ায় ওই বিভাগের ডেপুটি প্রধানডেপুটি মারিয়া জোসে তার জায়গায় দায়িত্ব পালন করছেন।

মারিয়া জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ হাজার ২৯৮ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যা মোট আক্রান্তের  প্রায় ১৪ শতাংশ। এছাড়া দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার জন। করোনাভাইরাসের সংক্রমণে ও মৃতের দিক দিয়ে ইতালির পরেই রয়েছে স্পেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ