আজকের শিরোনাম :

করোনা : এক মিনিট নীরবতা পালন করবে ইতালি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০, ১৭:৪৩

করোনা আক্রান্তদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করবে ইতালি। এছাড়াও সমগ্র দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) এসব কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে ইতালিয়ান মেয়রস অ্যাসোসিয়েশন।

বিবিসি জানায়, এই কর্মযজ্ঞে ইতালির সঙ্গে যুক্ত হবে ভ্যাটিকান।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, আজ ইতালির সঙ্গে একাত্ম হয়ে পতাকা অর্ধনমিত রাখা হবে। আক্রান্ত বিশ্ব করোনা মুক্তির জন্য যুদ্ধ করছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ হিসেব অনুযায়ী, ইতালিতে মৃতের সংখ্যা ১১ হাজার ৫৯১ জন, যা বিশ্বে শীর্ষ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ