আজকের শিরোনাম :

মস্কোয় ঘর থেকে বের হওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১২:২৬

রাশিয়ার রাজধানী মস্কোয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন আজ সোমবার থেকে জনসাধারণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, আজ থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সোবিয়ানি বলেন, সব বয়সের নারী-পুরুষকে এই নিষেধাজ্ঞা মেনে  চলতে হবে।

মস্কোর মেয়র একই সঙ্গে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া প্রত্যেক ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে মাসে ১৯ হাজার ৫০০ রুবেল (প্রায় ২৫০ ডলার) প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ফলে দৈনিক বা চুক্তিভিত্তিক কাজ করা যেসব মানুষ তাদের কাজ হারিয়েছেন তারা মাসে বাংলাদেশি মুদ্রায় ২১ হাজারের কিছু বেশি টাকা পাবেন। তবে মস্কোর জীবনযাত্রার ব্যয় অনুযায়ী এই অর্থ যথেষ্ট কিনা তা জানা যায়নি।

রাশিয়ায় বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭০ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩৪ জনে। এ ভাইরাসে ৮ জনের মৃত্যু হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ