আজকের শিরোনাম :

করোনার আঘাত দুই সপ্তাহ পর আরও বড় হবে : ট্রাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১১:৩৮

করোনাভাইরাস মাহামারীতে যুক্তরাষ্ট্রে কতজন প্রাণ হারাবে সেটি জানা যাবে আরও দুই সপ্তাহ পরে। তাই সতর্কতা হিসেবে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক বিচ্ছিন্নতার নির্দেশনা বাড়িয়েছেন। তিনি বলেন, মডেল অনুযায়ী দুই সপ্তাহ পরে আঘাতটা আরও বড় হবে। তাই সামাজিক বিচ্ছিন্নতার সময় বাড়ানো হলো।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

জুনের ১ তারিখে নিজেদের মতো করে সুস্থ হয়ে উঠবেন বলেও ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প।

হোয়াইট হাউসের মেডিক্যাল পরামর্শক অ্যান্থনি ফাওসি এর আগে সতর্ক করেছিলেন করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ২ লাখ আমেরিকার প্রাণ হারাবে। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহে চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা  ১ লাখ ৩৯,৬৭৫ জন। আর প্রাণ হারিয়েছে ২ হাজার ৪৩৬ জন। বিশ্বব্যাপী এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২২,০৮৮ জন। প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৯৭৬ জন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ