আজকের শিরোনাম :

করোনার ব্যাপারে তথ্য গোপন করেছে সৌদি আরব: তুরস্ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০১:১২

পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে কোভিড-১৯ দেখা দেয়ার তথ্য রিয়াদ গোপন করেছে অভিযোগ এনে তুরস্ক বলেছে, ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যেই প্রথম করোনা ধরা পড়েছে।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সইলু বলেন, মক্কা শরিফ থেকে পবিত্র ওমরাহ পালন করে ফিরে আসা তুরস্কের নাগরিকদের মধ্যে প্রথম করোনা আক্রান্ত রোগীদের পাওয়া গেছে।

তিনি আর বলেন, ওমরাহের সময়ে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়ার বিষয় তুরস্ক বা বিশ্বকে কিছুই জানায় নি সৌদি আরব। ওমরাহ পালন শেষে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যে করোনা দেখা দেয়ার সাথে সাথেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করে এবং তাদেরকে একঘরে করে রাখার কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেয়।

করোনার বিস্তার ঠেকাতে সৌদি আরব থেকে ওমরাহ শেষে ফিরে আসা প্রায় ১০ হাজার ব্যক্তির সঙ্গরোধ করেছে তুরস্ক।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মোতাবেক দেশটিতে এ পর্যন্ত ৭ হাজার দুইশ ৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ