আজকের শিরোনাম :

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া বাতিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৮

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নির্ধারিত যৌথ সামরিক মহড়া বাতিল করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৩৩৪ করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত করা হয়েছে এবং এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫৯৫ জন।

ভাইরাসের ব্যাপারে সিউল সর্বোচ্চ সতর্কতা জারির পর এ মহড়া স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সম্মিলিত বাহিনীর কমান্ড বলেছে, ‘পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত’ মহড়া বাতিল করা হয়েছে।

পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকি থেকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের ২৮,৫০০ সৈন্য সিউলের দক্ষিণে পিয়ংট্যাকে ক্যাম্প হাম্পপ্রেসে মোতায়েন রয়েছে।

চীনের বাইরে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, নতুন করে মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১২ জন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ