আজকের শিরোনাম :

যুক্তরাষ্ট্রে বিয়ার কোম্পানির কারখানায় গুলিতে নিহত ৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৩

যুক্তরাষ্ট্রে মিলওয়াকি শহরের একটি বিয়ার কোম্পানির কারখানায় বন্দুকধারীর গুলিতে কারখানাটির ৫ কর্মচারী নিহত হওয়ার পর বন্দুকধারীকেও গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে। এ ঘটনায় অন্য আর কেউ আহত হননি।

বুধবার উইসকনসিন অঙ্গরাজ্যের বৃহত্তম শহরটির মলসন কুজ বেভারজে কোম্পানির কারখানায় এ ঘটনা ঘটে।

হামলাকারী নিজ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

মিলওয়াকি শহরের পুলিশপ্রধান জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টায় ঘটনার শুরু। ওই সময় বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কারখানাটির ২০টি ভবনে এক হাজারেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। 

গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টা পর এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান আলফোন্সো মোরালেস বলেন, ‘আর কোনো হুমকি নেই, রাতজুড়েও তদন্ত অব্যাহত রাখব আমরা।’

রক্তপাতের ঘটনাটি মলসন কুজ কমপ্লেক্সের ভিতরেই সীমাবদ্ধ ছিল এবং এ ঘটনায় বাইরের কেউ জড়িত ছিল না বলে জানিয়েছেন তিনি। 

হামলাকারীকে মিলওয়াকি শহরের ৫১ বছর বয়সী এক বাসিন্দা বলে বর্ণনা করা হয়েছে। ঘটনাটি কীভাবে শুরু হয়েছিল, কোনো পরিস্থিতিতে হামলাকারী গুলি শুরু করেছিল, কর্তৃপক্ষ এসব বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

শহরের কেন্দ্রস্থলের পশ্চিম দিকে অবস্থিত এই কারখানাটি স্থানীয়ভাবে ‘মিলার ব্রুয়েরি’ নামে পরিচিত।‘মিলার বিয়ার’ কোম্পানিটির অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড।    

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ