আজকের শিরোনাম :

দিল্লিতে ড্রোন দিয়ে তল্লাসি চালাচ্ছে আইন প্রয়োগকারী বাহিনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১২

সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও উত্তেজনা পরিপ্রেক্ষিতে তল্লাসি চালাতে দিল্লিতে ড্রোন ব্যবহার করছে ভারতীয় আইন প্রয়োগকারী বাহিনী।

দিল্লির উত্তরপূর্ব এলাকায় এখনও সহিংসতা চলছে। পুলিশ এ অঞ্চলে নজরদারি জোরদার করতে ছোট ছোট ড্রোন আকাশে উড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভিডিও দেয়া হয়েছে। ঘর-বাড়ির ছাদে অস্ত্র, ইট-পাথর আছে কিনা তা দেখার জন্য এ সব ড্রোনকে আকাশে ওড়ানো হয়েছে বলে একটি ভিডিও পোস্টে দাবি করা হয়।

সহিংসতায় আজ(বুধবার) নিহতের সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার জন্য দিল্লির উদ্দেশ্যে যাত্রা করার পর এ সহিংসতার শুরু হয়।

আজ এক টুইট বার্তায় মোদি, দিল্লির  ভাই-বোনদেরকে সহিংসতার সমাপ্তি টানার আহ্বান জানান। রাজধানীতে শান্তি এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ