আজকের শিরোনাম :

পদত্যাগের পর অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ দিলেন মাহাথির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার একদিন পরই অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ দিয়েছেন মাহাথির মোহাম্মদ।

আজ মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) মাহাথির মোহাম্মদ অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ দেয়ার পর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

গতকাল সোমবার দুপুর ১টার সিকে মাহাথির মোহাম্মদ তার পদত্যাগপত্র রাজার কাছে জমা দেন। রাজা আবদুল্লাহ রিয়াতুদ্দীন আল মুস্তাফা বিল্লাহ তার পদত্যাপত্র গ্রহণ করলেও প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। পরে, মাহাথির মোহাম্মদ রাজার আহ্বানে সাড়া দিয়ে অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কাজে যোগ দেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রাতে মন্ত্রীসভাও ভেঙে দেন তিনি।

মাহাথির মোহাম্মদের উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে দেশটিতে নতুন সরকারি জোট গঠন করা হবে— এমন গুঞ্জনের মধ্যেই পদত্যাগ করলেন মাহাথির মোহাম্মদ।

নতুন সরকারি জোট গঠনের ব্যাপারে ক্ষমতাসীন জোট ও বিরোধীদলের বৈঠকের পর গত এক সপ্তাহ ধরে চলছিল নানা গুঞ্জন। বৈঠকে মাহাথির মোহাম্মদের অভিষিক্ত উত্তরসূরি আনোয়ার ইব্রাহিমকে বাদ দিয়ে সরকারি জোট গঠনের ব্যাপারে আলোচনা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য দলের সহায়তায় মাহাথির নতুন সরকারি জোট গঠন করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ