আজকের শিরোনাম :

ইরানি হামলায় আহত ৩৩ মার্কিন সেনা এখনো সুস্থ হয়নি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৪

কাসেম সোলাইমানির প্রতিশোধ হিসেবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রায় দেড় মাস হলো। ওই হামলায় আহত মার্কিন সেনাদের মধ্যে ৩৩ জন এখনো সুস্থ হয়নি। ফলে তারা সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানায়, ইরানি হামলায় আহতের সংখ্যা আরও একজন বাড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এতে মোট আহতের সংখ্যা ১১০ জনে পৌঁছেছে। যদিও হামলার পর পরই কেউ হতাহত হয়নি বলে দাবি করেছিল ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সেনাদের যথাযথ চিকিৎসা সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আহত ১১০ জনের মধ্যে ৭৭ জন কাজে ফিরে গেছেন। বাকি ৩৩ জন এখনো চিকিৎসাধীন।

প্রায় দেড় মাস কেটে যাওয়ার পরও সুস্থ না হওয়ায় তাদের সার্বিক অবস্থা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, এখনো সুস্থ না হওয়া ৩৩ জন মারাত্মক আহত হয়েছেন। তারা হয়তো আর কখনোই সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না।

এ দিকে ইরান এখনো দাবি করে আসছে, তাদের হামলায় ১২০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এখনো কোনো নিহতের খবর নিশ্চিত করেনি। ইরানের হামলার পর হতাহতের খবর উড়িয়ে দিলেও ধীরে ধীরে সেনা আহতের বিষয়টি স্বীকার করেছে মার্কিন প্রশাসন। কয়েক ধাপে তারা একশোরও বেশি সেনা আহতের খবর নিশ্চিত করেছে।

এ কারণে কোনো কোনো বিশ্লেষকের দাবি, ইরানের হামলায় নিশ্চয়ই কিছু সেনা নিহতও হয়েছেন। তবে যুক্তরাষ্ট্র এখন তা স্বীকার করছে না। নিজেদের পরাজয় ঢাকতে সত্য গোপন করছে তারা। আহতের মতো নিহতের খবরটিও হয়তো কিছুদিন পর ধাপে ধাপে প্রকাশ করবে তারা।

প্রসঙ্গত, কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে গত ৮ জানুয়ারি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ঘাঁটিতে প্রায় ১ হাজার ৫০০ মার্কিন সেনা ছিল। ইরানি হামলায় ওই ঘাঁটি লন্ডভন্ড হয়ে যায়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ