আজকের শিরোনাম :

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর 'অরুণাচল' সফর চীনের সার্বভৌমত্বের প্রতি আঘাত: বেইজিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৯

চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র অরুণাচল সফরের ফলে সীমান্তের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে, দু'দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা কমবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (বৃহস্পতিবার) বলেছেন, চীন-ভারত সীমান্তের পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের বিষয়ে বেইজিংয়ের অবস্থান বরাবরই 'স্পষ্ট'। চীন কখনও সে অঞ্চল দখল করে সৃষ্ট তথাকথিত 'অরুণাচল রাজ্য'-কে স্বীকার করেনি। চীন ভারতকে সীমান্ত সমস্যা জটিল না করতে তাগিদ দেয়।

কেং শুয়াং আরও বলেন, অমিত শাহ'র সফরের কারণে চীনের 'সার্বভৌমত্ব খর্ব' হয়েছে এবং দু'দেশের 'পারস্পরিক বিশ্বাসে' আঘাত এসেছে। নয়াদিল্লির বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতা'র অভিযোগও তুলেছে বেইজিং।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ (বৃহস্পতিবার) চীন-ভারত সীমান্তের পূর্বাঞ্চল পরিদর্শন করেন এবং সেখানে 'অরুণাচল রাজ্য প্রতিষ্ঠা দিবস'-এর অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, অরুণাচল প্রদেশকে কখনই ভারতের অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না চীন। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অরুণাচল সফরে গেলেও বিবৃতি দিয়েছিল দেশটি।

অরুণাচল নিয়ে ভারত-চীন বিরোধ বহু বছর ধরেই চলে আসছে। ভারতীয় প্রদেশকে 'দক্ষিণ তিব্বত' বলে দাবি করে আসছে চীন

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ