আজকের শিরোনাম :

চীন থেকে ওয়াল স্ট্রিট জার্নালের ৩ রিপোর্টার বহিষ্কার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে বর্ণবাদী সম্পাদকীয় ছাপার অভিযোগে পত্রিকাটির তিনজন সাংবাদিককে বহিষ্কার করেছে বেইজিং। ওই সম্পাদকীয়তে চীনকে ‘এশিয়ার অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করা হয়েছিল।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) জানিয়েছে, ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিকের ভিসা বাতিল করা হয়েছে এবং করোনাভাইরাস নিয়ে তাদের পত্রিকায় বর্ণবাদী শিরোনাম করার জন্য এ ব্যবস্থা নেয়া হয়।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং এক বিবৃতিতে বলেছেন, “চীন কর্তৃপক্ষ ওয়াল স্ট্রিট জার্নালের ওই সম্পাদকীয় ছাপার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং ভিসা বাতিলের মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করা হয়েছে।” এমন বর্ণবাদী সম্পাদকীয় ছাপানোর জন্য চীন সরকার ওয়াল স্ট্রিট জার্নালকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে, চীন সরকার ওয়াল স্ট্রিট জার্নালের তিন সাংবাদিককে বহিষ্কার করার পর এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বেইজিংভিত্তিক ‘ফরেন করেসপন্ডেন্ট ক্লাব’ চীনের এ পদক্ষেপকে কঠোর পদক্ষেপ বলে মন্তব্য করেছে

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ