আজকের শিরোনাম :

অস্ট্রেলিয়ায় গাড়িতে ‘নাশকতার’ আগুনে নিহত ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪২

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে গাড়িতে লাগা আগুনে পুড়ে তিনটি শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে এবং এক নারী মারাত্মক দগ্ধ হয়েছেন।

ব্রিসবেন শহরের ক্যাম্প হিলের রাভেন স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলকে ‘অপরাধস্থল’ বলে ঘোষণা করেছে পুলিশ।

অস্ট্রেলিয়ার নাইন নিউজ জানায়, বুধবার সকালে স্থানীয় সময় ৮টা ২০ মিনিটে একটি জরুরি কল পায় পুলিশ। ওই কলে রাস্তায় একটি এসইউভি গাড়ি আগুনে জ্বলছে বলে জানানো হয়। পুলিশ গিয়ে জ্বলন্ত গাড়ির ভিতরে পাঁচ জনকে পায়; একজন পুরুষ, একজন নারী ও তিনটি শিশু।

পুলিশ জানায়, নিহত শিশুদের সবার বয়স ১০ বছরের কম। জরুরি বিভাগের কর্মীরা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পায় তাদের।

এ ঘটনায় নিহত শিশুদের পরিচিত এক পুরুষেরও মৃত্যু হয়েছে আর মারাত্মকভাবে দগ্ধ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, গাড়িটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে, এমন অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে কুইন্সল্যান্ড পুলিশ।

পুলিশ পরিদর্শক মার্ক থম্পসন বলেন, ‘দৃশ্যটি ভয়াবহ ছিল। পুলিশ পৌঁছানোর আগেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।’

রাস্তায় থাকা স্থানীয় বাসিন্দারা অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানান, তারা একজন নারীকে গাড়িটি থেকে ঝাঁপিয়ে বের হতে দেখেন, তার শরীরে তখন আগুন জ্বলছিল।

এ ঘটনা পারিবারিক সহিংসতার ঘটনা কি না, তদন্তের প্রাথমিক পর্যায়ে তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ