আজকের শিরোনাম :

টেনেসি নদীর ঘাটে ৩৫ নৌকায় আগুন : নিহত ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ১১:০০

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টেনেসি নদীর একটি ঘাটে আগুন লেগে বহু নৌকা পুড়ে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার অঙ্গরাজ্যটির স্কটসবোরো শহরের জ্যাকসন কাউন্টি পার্কের ঘাটে এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত প্রায় ১২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘাটের ভাসমান ডকে নোঙর করে থাকা ৩৫টি নৌকা পুড়ে যায়। ওই সময় নৌকাগুলোয় ঘুমন্ত অনেক লোক ছিল। আগুনে কাঠের তৈরি ডকটি পুড়ে গেলে ওপরের অ্যালুমিনিয়ামের আচ্ছাদন ভেঙে পড়ে। এতে বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। ঘটনার সময় পানিতে ঝাঁপিয়ে পড়া ৭ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নদীতে আরও কেউ আছে কি না, তা খুঁজে দেখছে উদ্ধারকারী দলগুলো।

আগুনের লাগার কারণ পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

এক সংবাদ সম্মেলনে স্কটসবোরোর দমকল প্রধান জন নেকলাস বলেন, ‘পুরোপুরি ধ্বংসাত্মক ঘটনা। আমার দেখা অন্যতম ধ্বংসাত্মক ঘটনা। বিস্তারিত জানার সঙ্গে সঙ্গে ঘটনার শোচনীয়তা আরও বাড়বে বলেই মনে হচ্ছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে এক সারি নৌকায় আগুন জ্বলতে দেখা গেছে। 

স্কটসবোরো আলবামার উত্তরাঞ্চলীয় একটি ছোট শহর। এই শহরে ১৪ হাজার বাসিন্দা রয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ