আজকের শিরোনাম :

করোনাভাইরাস : চীনে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৪৯

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে পৌঁছেছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। চীনা কর্তৃপক্ষ এ তথ্য এ তথ্য জানিয়েছে। 

চীনা কর্তৃপক্ষ ইতোমধ্যে দেশটিতে ভাইরাসের বিস্তার রোধে ভ্রমণ বিধিনিষেধ আরও জোরদার করেছে।

জানা গেছে, সিঙ্গাপুর ও জার্মানিতেও এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান মিলেছে। পুরো চীনজুড়ে বেশ কয়েকটি বড় শহর গণপরিবহন ব্যবস্থা স্থগিত করেছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ১২৯১ জন।  

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশন জানিয়েছে,জুড়ে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। চীনা কর্তৃপক্ষ নিয়মিত ভাইরাস আক্রান্তের তথ্য প্রকাশ করলেও অভিযোগ উঠেছে প্রকৃত সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে বেইজিং। 

মধ্য চীনের উহান শহরে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর করোনাভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্ত করা হয়। নিউমোনিয়ার মত লক্ষণ নিয়ে নতুন এ রোগ ছড়াতে দেখে চীনা কর্তৃপক্ষ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করে। এরপর ১১ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়।

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ছয় দিন আগে ওই শহরের সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। অনেকে শহর ছেড়ে গেলেও বাকিরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন সেখানে।

এই ভাইরাস ইতোমধ্যে রাজধানী বেইজিংসহ ২৯টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশেও এ ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ