আজকের শিরোনাম :

আফগান বাহিনীর হামলায় নিহত ৫১ তালিবান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০০:৩৬

আফগানিস্তানে সরকারি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ৫১ জন তালিবান সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

এ বিষয়ে রবিবার (২৬ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সামরিক বাহিনী নয়টি প্রদেশে তালিবানদের ওপর হামলা চালিয়েছে। হামলার কাজে গাড়ি ও বিমান ব্যবহার করেছে সেনারা। এতে তালিবান বাহিনীর ৫১ জন সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে ১৩ জন। আর ছয়জনকে আটক করা হয়েছে।

জানা গেছে, সরকারি বাহিনীর এই হামলায় নিহতদের মধ্যে ৩ নারী ও ৪ শিশু রয়েছে। তারা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বোলখের বাসিন্দা। এ ঘটনায় প্রদেশটির গভর্নরের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে স্থানীয় জনগণ।

সামরিক বাহিনীর হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আফগান সরকার ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ দিকে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শনিবার (২৫ জানুয়ারি) রাতে তারা আফগানিস্তানের কুন্দুজ চেক পয়েন্টে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ জন সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ