আজকের শিরোনাম :

রুশ সেনাদের সিরিয়ার তেলক্ষেত্রে যেতে যুক্তরাষ্ট্রের বাধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০১:৪২

রাশিয়ার সেনাদের সিরিয়ায় তেলক্ষেত্রে যাওয়ার সময় বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে মঙ্গলবার এই ঘটনা ঘটে।

ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি জানায়, পাঁচটি সাঁজোয়া যান ও একটি ট্রাক নিয়ে সিরিয়ার তেলক্ষেত্রে যাচ্ছিল রাশিয়ার সামরিকবাহিনীর একটি বহর। কিন্তু পথেই সেই বহরকে আটকে দেয় মার্কিন সেনারা।

এ সময় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। যদিও শেষ পর্যন্ত কোনো সংঘর্ষে জড়ায়নি তারা। মার্কিন সেনাদের বাধার মুখে অবশেষে নিজেদের ঘাঁটিতে ফিরে আসে রুশ সেনারা।

সিরিয়ার রুমেলান তেলক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই রাশিয়ার সেনা সদস্যদের বাধা দিল মার্কিন বাহিনী।

এর আগে গত ১৬ জানুয়ারি সিরিয়ার দেইর আল জোর ও হাসাকাহ প্রদেশের তেলসমৃদ্ধ এলাকায় বিভিন্ন সরঞ্জামাদিসহ কয়েক ডজন সামরিক ট্রাক পাঠায় যুক্তরাষ্ট্র। স্থানীয়রা জানান, এ সময় মোট ৭৫টি ট্রাক পাঠানো হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ