আজকের শিরোনাম :

নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ২৩:৫৮

জেরুজালেম শহরের আল-আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে নামাজ আদায়ের সময় হামলাটি চালানো হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলি শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান ও তাদের প্রতি ক্ষোভ প্রকাশের জন্য হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। নামাজ শেষ করে মুসল্লিরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে মসজিদ চত্বরে অবস্থান নিলে পুলিশ সদস্যরা মসজিদে প্রবেশ করেন।

তখন সেখানে উপস্থিত নিরস্ত্র লোকজনকে ব্যাপক মারধর করা হয়। এতে অনেক মুসল্লি গুরুতর আহত হন।

হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি পুলিশ জানায়, মসজিদে নামাজ শেষ করে কয়েকশ উপাসক মন্দির মাউন্টে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্ত অবস্থান গ্রহণ করে।

বিশ্লেষকদের মতে, ১৯৬৭ সালে যুদ্ধের মাধ্যমে পূর্ব জেরুজালেম শহরের দখল নিয়েছিল ইসরায়েল। এরপর ১৯৮০ সালে আন্তর্জাতিক সম্প্রদায়কে উপেক্ষা করে এটিকে স্বঘোষিত ইহুদি রাষ্ট্রের রাজধানী হিসাবে ঘোষণা করে তারা।

উল্লেখ্য, পবিত্র জেরুজালেম শহরে অবস্থিত আল-আকসা মসজিদ মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। তবে এ অঞ্চলটি ইহুদিসহ অন্যান্য ধর্মাবলম্বীদের কাছেও পবিত্র। তাই শহরটিকে ‘মন্দিরের উপত্যকা’ বলেও দাবি করছে ইসরায়েল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ