আজকের শিরোনাম :

ইরানের হামলায় ১১ মার্কিন সেনা আহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১১:৩২

ইরাকে সামরিক ঘাঁটিতে ৮ জানুয়ারি ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১১ সেনা আহত হয়েছে। বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৮ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুটি ঘাঁটিতে অন্তত ২২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরানের সেনাবাহিনী (রেভ্যুলশনারি গার্ড)। এ হামলায় অন্তত ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও যুক্তরাষ্ট্র দাবি করে  তাদের কোনো সেনা হতাহত হননি।

মার্কিন কেন্দ্রীয় বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, ‘আল-আসাদ বিমান ঘাঁটিতে ৮ জানুয়ারি ইরানি হামলায় কোনো মার্কিন সেনা সদস্য নিহত হয়নি। তবে বিস্ফোরণের কারণে কয়েক জন আহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি এখনো মূল্যায়ন করা হচ্ছে।’

এক সিনিয়র কর্মকর্তা বলেন, এই সেনাদের মানসিক সমস্যা হামলার সপ্তাহখানেক পরে দেখা গেছে। প্রাথমিকভাবে তেমন কোনো লক্ষণ ছিল না। তাই তাদের আহত হওয়ার ব্যাপারটি জানতেন না নেতারা।  

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ