আজকের শিরোনাম :

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের সতর্কতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১১:৩৫

ভারতে নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বিভিন্ন রাজ্য। আসামে পুলিশের গুলিতে পাঁচ জন নিহতের ঘটনা ঘটেছে। এমন অবস্থায় নিজ দেশেল নাগরিকদের ভারত সফরে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এছাড়া সবচেয়ে বেশি উত্তাল আসামে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ব্রিটেনের ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে দেশের (ভারতের) কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে আসাম ও ত্রিপুারায়। গোহাটিতে কারফিউ জারিকরাসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ। যানবাহনেও হামলার ঘটনা ঘটছে। যদি কারও ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাদের উচিত হবে সেখানকার স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানতে হবে। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয় তা মানাসহ প্রয়োজনে অন্য সময় ভ্রমণের সময় ঠিক করা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতাতেও ভারতে একই নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গৌহাটি। বহু নাগরিক এই আইনের ফলে হারিয়েছেন তাদের দীর্ঘদিনের নাগরিকত্ব। প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। কারফিউয়ের প্রতিবাদে পথে নেমেছেন তারা।  বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হয়েছেন দু'জন বিক্ষোভকারী।

ভারতের এমন পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহলও। শুক্রবার বাংলাদেশের যুগ্ম কমিশনারের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এরপর সফর বাতিল করেছেন দু’জন বাংলাদেশি। আগামী সপ্তাহে গৌহাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তা সম্মেলন স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাতিসংঘের মানবাধিকার দফতরও দাবি করেছে, দেশ থেকে মুসলিম নাগরিকদের সরাতে ভারতের এই নয়া নাগরিকত্ব আইন যথেষ্টই ‘বৈষম্যমূলক’।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ