আজকের শিরোনাম :

বাংলায় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর নয়: মমতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:১১

আবারও কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব আইন ও আরও একবার এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন মমতা৷ কেন্দ্রের একের পর এক পদক্ষেপের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নামার ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো৷

শুক্রবার দিঘায় সাংবাদিক বৈঠকে আগাগোড়া কেন্দ্রের সমালোচনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কখনও এনআরসি আবার কখনও নাগরিকত্ব আইন নিয়ে তুলোধনা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে৷ বাংলায় এনআরসি এবং নাগরিকত্ব আইন কার্যকর হবে না বলে এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী৷ দেশের বর্তমামন পরিস্থিতি নিয়েও এদিন উদ্বেগ প্রকাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব আইন নিয়ে দেশের উত্তর-পূর্বের অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বাংলাদেশের মন্ত্রীদের ভারত সফর বাতিল হয়েছে৷

একই কারণে ভারত সফর বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে জাপানের প্রধানমন্ত্রীরও৷ এই ঘটনায় দেশের সম্মানে আঘাত লেগেছে বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ এনআরসি ও নাগরকিত্ব আইনের প্রতিবাদে দেশের সব রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও তৃণমূলের উদ্যোগে একগুচ্ছ প্রতিবাদ কর্মসূচি নেওয়ার কথা এদিন ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আগামী সোমবার এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল করবে তৃণমূল৷ আম্বেদকর মূর্তি থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত যাবে তৃণমূলের মিছিল৷ মঙ্গলবারও প্রতিবাদ মিছিল হবে যাদবপুর এইচ-বি বাসস্ট্যান্ড চত্বর থেকে৷ গান্ধিমূর্তি পর্যন্ত যাবে প্রতিবাদ মিছিল৷ রবিবার জেলায় জেলায় তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ মিছিল হবে বলেও জানান তৃণমূলনেত্রী৷

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ