আজকের শিরোনাম :

রাতের কলকাতায় মহিলাদের সুরক্ষায় বিশেষ অভিযান, আটক ৭৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪

গুন্ডাদমন শাখার অফিসারদের সঙ্গে রাতে যৌথ অভিযানে এ ভাবেই ধরপাকড় করল কলকাতা পুলিশের মহিলা টিম ‘উইনার্স’। ছবি আনন্দবাজার
শহরের নাগরিকদের, বিশেষত মহিলাদের সুরক্ষায় নজরদারি আরও বাড়াল কলকাতা পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় এমনিতেই নিয়মিত টহলদারি চলে। তবে শুক্রবার রাতে শহরের রাস্তায় যৌথ ভাবে টহল দিলেন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কলকাতা পুলিশের মহিলা টিম ‘উইনার্স’ এবং গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসারেরা। অভিযানে অশোভন আচরণ-ইভটিজিং-বেপরোয়া বাইকআরোহীদের দৌরাত্ম্য— সব মিলিয়ে মোট ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ৫১টি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন এলাকায় টহলদারি শুরু হয়। মধ্যরাত পর্যন্ত চলে ওই অভিযান। কলকাতা পুলিশের এক কর্তা জানান, এ ধরনের অভিযান এখন থেকে চলবে। মূলত রাতের শহরে মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিশেষ অভিযান। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলে পুলিশ ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন ওই কর্তা। 

দেশ জুড়েই মহিলাদের উপর যৌন-হিংসার ঘটনা ঘটে চলেছে। তেলঙ্গানা বা উন্নাওয়ের ঘটনার আবহে এ শহরের মহিলাদের সুরক্ষার বিষয়টি আরও আঁটসাঁট করতেই কলকাতা পুলিশের এই তৎপরতা। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের এক অফিসার বলেন, ‘‘কেউ বিপদে পড়লে কলকাতা পুলিশের ১০০ নম্বর ডায়াল করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ