আজকের শিরোনাম :

নওয়াজ শরীফ পালিয়ে যাবেন না, তিনি দেশে ফিরবেন: আব্বাসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯, ০১:০২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসি বলেছেন, তার দল মুসলিম লীগের প্রধান নওয়াজ শরিফ আদালতের আদেশ নিয়ে বিদেশে চিকিৎসা করাতে গেছেন, তিনি পালিয়ে যাবেন না। চিকিৎসা শেষে নওয়াজ শরিফ আবার দেশে ফিরে আসবেন।

শাহীদ খাকান আব্বাসি বলেন, আদালতের রায় নিয়ে নওয়াজ শরীফ লন্ডনে চিকিৎসা করতে গেছেন এবং তিনি ফিরে আবার কারাগারে যাবেন। গতকাল (মঙ্গলবার) তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপের একটি ছোট ভিডিও তিনি টুইটারে শেয়ার করেছেন।

গত জুলাই মাসে যখন লন্ডনে চিকিৎসারত স্ত্রী কুলসুমের পাশে অবস্থান করছিলেন তখন নওয়াজ শরীফ এবং তার মেয়ে মারিয়াম নওয়াজের বিরুদ্ধে আদালত ১০ বছরের কারাদণ্ড দেয়। সেখান থেকে তিনি দেশে ফিরে আসেন এবং নওয়াজ ও তার মেয়েকে পুলিশ কারাগারে পাঠায়।

নওয়াজ শরীফ বর্তমানে জটিল রোগে আক্রান্ত এবং তিনি চিকিৎসার জন্য হাইকোর্টের আদেশে চার সপ্তাহের জন্য লন্ডন গেছেন। পাকিস্তান সরকার নওয়াজ শরীফের কাছ থেকে এই মর্মে বন্ড নেয়ার জন্য আদালতে আবেদন করেছিল যে, নওয়াজ শরীফ দেশে ফিরে আসার নিশ্চয়তা দেবেন। কিন্তু আদালত পাক সরকারের সে আবেদন নাকচ করে দিয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ