আজকের শিরোনাম :

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে রাজাপক্ষের শপথ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১৫:১৩

সাবেক প্রতিরক্ষামন্ত্রী গোতাভায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

তিনি তাকে ভোট না দেয়া সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়কে তার পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

দীর্ঘ দিন ধরে চলা গৃহযুদ্ধের ইতি টানতে কৃতিত্ব পাওয়া গোতাভায়া গত শনিবারের নির্বাচনে সহজেই জয়লাভ করেন। তবে যুদ্ধের সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকার পরও গোতাভায়ার নির্বাচিত হওয়া নিয়ে সংখ্যালঘুরা ভয়ে ছিল। 

শ্রীলঙ্কার উত্তর-মধ্যাঞ্চলের প্রাচীন রাজ্য অনুরাধাপুরে ১৪০ খ্রিষ্টপূর্বাব্দের রোয়ানওয়ালি সিয়া বৌদ্ধ মন্দিরে গোতাভায়ার শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি জয়ন্ত জয়াসুরিয়া।

সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ