আজকের শিরোনাম :

মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক আদালত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯, ০২:০৫

সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর বিভিন্ন অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিল আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার তদন্তের এই অনুমোদন দেয় আদালতটির বিচারকরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে অপরাধ করেছে তা তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বৃহস্পতিবার আদালতটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের অত্যাচারের অনেক অভিযোগ আছে। দেশটি বৈশ্বিক এই আদালতের সদস্য নয়। তবে বাংলাদেশ এই আদালতের সদস্য হওয়ায় এবং রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশ জড়িত থাকায় তদন্তের অনুমতি দেওয়া হয়েছে।

আদালতের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো হয়েছে। এগুলো মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত হতে পারে। এ কারণে বাংলাদেশ বা মিয়ানমারে এ বিষয়ে তদন্তের অনুমতি দেওয়া হলো।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে এক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে মিয়ানমারের সামরিকবাহিনী। এ সময় প্রায় ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ