আজকের শিরোনাম :

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯, ০১:৪০

ভারতের মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাবে সম্মতি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ কারণে মহারাষ্ট্র এখন রাষ্ট্রপতি শাসনে পরিচালিত হবে। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি এতে সম্মতি দেন।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিনের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালেও সরকার গঠন নিয়ে অচলাবস্থা বজায় থাকায় কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। সুপারিশ পাওয়া মাত্রই বৈঠকে বসে মন্ত্রিসভা।

ওই বৈঠকেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশে অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর তাতে সম্মতি দেন রাষ্ট্রপতি। ২০ দিন ধরে সরকার গঠনের শর্ত কোনো দলই পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন রাজ্যপাল। যদিও এনসিপিকে দেওয়া সময়সীমা শেষের আগেই কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

অন্যদিকে শিবসেনার দাবি, বিজেপির পক্ষপাতিত্ব করছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। বিজেপিকে যেখানে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা পেশের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল সেখানে শিবসেনা পায় মাত্র ২৪ ঘণ্টা। ইচ্ছাকৃতভাবে শিবসেনাকে সরকার গঠনের সুযোগ না দিতে চাওয়ার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ