আজকের শিরোনাম :

ফের উত্তপ্ত মিয়ানমার, ৪০ সেনা-পুলিশ অপহরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০১:৩১

ফের উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। শনিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে রাখাইনের রাজধানী সিত্তের উত্তরাঞ্চলে নৌযানে কর্তব্যরত পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে নদীর তীর থেকে গুলি ছোঁড়ে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সদস্যরা। পরবর্তীতে ৪০ জন পুলিশ-সেনা সদস্যকে অপহরণ করে তারা। খবর ‘ইরাবতী’

এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র জ্য মিন তুন বলেন, শনিবার সকালের দিকে রাখাইনের রাজধানী সিত্তের উত্তরাঞ্চলে নৌযানে কর্তব্যরত পুলিশ ও সেনা সদস্যদের ওপর হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় তারা পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে নদীর তীর থেকে গুলি ছোঁড়ে।

তিনি আরও জানান, সেনাবাহিনীর ১০ জনের বেশি সদস্য, ৩০ জন পুলিশ ও কারা বিভাগের আরও দুই কর্মী ওই নৌযানে ছিলেন। পরে ৪০ জনকে অপহরণ করে নিয়ে যায় বিদ্রোহীরা।

ইতোমধ্যে বিদ্রোহীদের অবস্থান শনাক্ত করতে হেলিকপ্টারের মাধ্যমে অভিযান শুরু হয়েছে সেনাবাহিনী।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) রাতে মিয়ানমারের বিতর্কিত রাখাইন রাজ্যে পুলিশের একটি ট্রাকে আকস্মিক হামলা চালায় স্থানীয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এতে দুই পুলিশ সদস্যের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন বাহিনীর বেশ কয়েকজন সদস্য।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ