আজকের শিরোনাম :

ইথিওপিয়ায় নোবেলজয়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ : নিহত ৬৭

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ০১:০৮

ইথিওপিয়ায় নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে জাতিগত সংঘর্ষে ৬৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে ‘এএফপি’।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দেশটির ওরোমিয়া রাজ্যে বাসিন্দারা আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। এ সময় জাতিগত সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। আর এতে মৃত্যু হয়েছে ৬৭ জনের। যাদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য।

বিক্ষোভ ও সংঘর্ষের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে পুলিশ। পাশাপাশি সংঘর্ষ শেষ হয়ে গেছে বলেও জানিয়েছে তারা।

তবে ইথিওপিয়া অ্যামেনস্টি ইন্টারন্যাশনালের একজন প্রতিনিধি জানিয়েছেন, এখনো কয়েকটি এলাকা থেকে তিনি সংঘর্ষের খবর পাচ্ছেন।

জানা গেছে, এই বিক্ষোভের একজন প্রধান সংগঠক জাওয়ার মোহাম্মাদ। ইথিওপিয়ায় ২০২০ সালের সাধারণ নির্বাচনে আবি আহমেদের বিরুদ্ধে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি।

জাওয়ার মোহাম্মাদের অভিযোগ, বর্তমান প্রধানমন্ত্রী আবি আহমেদ ইথিওপিয়ায় একনায়কতন্ত্র কায়েম করেছেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ