আজকের শিরোনাম :

গ্রেটা থানবার্গের নামে পোকার নাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১৪:৪৪ | আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৭:১৭

ব্রিটিশ বিজ্ঞানীদের পদক্ষেপে পরিবেশকন্যা নামে পরিচিত গ্রেটা থানবার্গের নাম অক্ষয় হতে চলেছে।

ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, গ্রেটা থানবার্গের নামে ক্ষুদ্রাকায় একটি পোকার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে লন্ডনের নেচারাল হিস্ট্রি মিউজিয়াম। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে এই সুইডিশ কিশোরীর কাজের স্বীকৃতি হিসেবে এই নামকরণ করা হয়েছে।

জাদুঘরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাইকেল ডার্বি এমন তথ্য জানিয়েছে।

ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী উইলিয়াম ব্লক ১৯৬৫ সালে কেনিয়ায় এই গুবরে পোকাটি আবিষ্কার করেছেন। কিন্তু এতদিন এর কোনো নাম দেয়া হয়নি। ১৯৭৮ সাল থেকে পোকাটি নেচারাল হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে। এটি মাত্র এক ইঞ্চি লম্বা, এর কোনো চোখ নেই, নেই কোনো ডানাও। এর মাথায় রয়েছে একটি অ্যান্টেনা। বিজ্ঞানী ড. ডার্বি বলেন, আমি এই কিশোরীর কাজে অভিভূত, তাই পোকাটির নাম দেয়ার ক্ষেত্রে তার নাম বেছে নিয়েছি। এর মাধ্যমে আমি তার অভাবনীয় কাজের স্বীকৃতি দিতে চাই।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ