আজকের শিরোনাম :

জাপানে চুরি হওয়া মূল্যবান হীরার সন্ধানে অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ১১:২২

এশিয়ার সূর্যোদয়ের দেশ খ্যাত জাপানে চুরি হওয়া ১৮ লাখ ডলারের অধিক মূল্যমানের একটি ডায়মন্ড উদ্ধারে এরই মধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানী টোকিওর উপকণ্ঠে জুয়েলারি ট্রেড শো থেকে মূল্যবান এই ডায়মন্ডটি নিখোঁজের পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে অভিযানটির শুরু হয়।

এ দিকে শুক্রবার (২৫ অক্টোবর) টোকিও পুলিশের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’কে বলেন, ‘গত বৃহস্পতিবার চুরি হওয়া ডায়মন্ডটির মূল্য প্রায় ২শ’ মিলিয়ন ইয়েনের অধিক। আমাদের ধারণা, প্রদর্শনী বাক্স থেকে এটিকে চুরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রায় ৫০ ক্যারেট গ্রেডের হীরাটি জাপানের ইয়োকোহামা নগরীতে আয়োজিত তিন দিনের এক ট্রেড শোতে দর্শনার্থীদের কাছে প্রদর্শন করা হচ্ছিল। যেখানে জাপান, রাশিয়া, চীনসহ বিশ্বের অন্যান্য দেশের কোম্পানি তাদের আকর্ষণীয় পণ্যগুলো প্রদর্শন করছিল।’

অপর দিকে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র ‘এনএইচকে’র খবরে বলা হয়, ডায়মন্ডটি জাপানের একটি কোম্পানির মালিকানাধীন ছিল। সদ্য চুরি হওয়া এই হীরার ঘটনায় এক কর্মচারীকে তলব করা হলে তিনি জানান, ডায়মন্ডটির প্রদর্শনী বাক্স খোলা থাকায় সেটি চুরি হয়েছে। যা খুব শিগগিরই উদ্ধার করা হবে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ