আজকের শিরোনাম :

আমেরিকা ও ইসরাইল কেবল শক্তির ভাষা বুঝতে পারে : ইরানের খতিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ০১:০০ | আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১০:৫৮

ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ  বলেছেন- মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো কেবল একটি ভাষা বুঝতে পারে, আর তাহলো শক্তির ভাষা।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, যেসব দেশ বলদর্পিদের মোকাবেলায় নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে চায় তাদেরকে অবশ্যই রাজনীতি, জ্ঞান-বিজ্ঞান, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে।

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণ করে আসছে বলে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ মন্তব্য করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ