আজকের শিরোনাম :

সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি হবে অগ্রহণযোগ্য : ইরান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯, ১০:১৩

ইরান সোমবার সিরিয়ায় তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগের নিন্দা ও একে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ইরান বলেছে, ইরান কিংবা অন্য দেশগুলো এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান শুক্রবার বলেছেন, তার দেশ সিরিয়ার অভ্যন্তরে ১২টি পর্যবেক্ষণ ঘাঁটি স্থাপন করবে। এ ছাড়া সীমান্ত বরাবর কুর্দি বাহিনীর বিরুদ্ধে অভিযান পুনরায় শুরুর বিষয়েও তিনি সতর্ক করেন।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসভি তুরস্কের এই পরিকল্পনার সমালোচনা করে বলেন, তুরস্ক তার নিজস্ব সীমায় যে কোন ঘাঁটি এবং যে কোন কিছুই করতে পারবে। কিন্ত সিরিয়ায় তুরস্ক ঘাঁটি স্থাপন করলে তা হবে অগ্রহণযোগ্য।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি আরো বলেন, এ ধরনের পদক্ষেপকে ইরান স্বাধীন সার্বভৌম যে কোন দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করবে। তাই, এ ধরনের উদ্যোগ স্বাভাবিকভাবে ইরান ও অন্যান্য দেশের বিরোধিতার মুখে পড়বে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ