আজকের শিরোনাম :

৩৭০ ধারা বাতিলে বিরোধীদের শাস্তি দেওয়ার হুমকি মোদীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯, ০০:৫৩

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলে যারা ক্ষুব্ধ, তাদের কড়া হুঁশিয়ারি বার্তা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন তাদের কঠিন শাস্তি দেওয়া উচিত বলে মনে করেন তিনি। খবর ‘পার্সটুডে’র।

শনিবার (১৯ অক্টোবর) বিধানসভার নির্বাচন উপলক্ষে হরিয়ানায় দেওয়া এক নির্বাচনি বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণে যারা ক্ষুব্ধ তাদের সাজা দেয়া উচিত। এমনকি রাজনীতি থেকেও বিদায় করে দেয়া উচিত তাদের।

এ সময় তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য নয়, দেশের জন্য বাঁচি। ভারতীয়দের কল্যাণে কাজ করতে চাই আমি। বিজেপি সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করায় কংগ্রেসের নেতারা দারুণ ক্ষুব্ধ। আমি মনে করি, তাদের শাস্তি দেয়া উচিত।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ