আজকের শিরোনাম :

জাপানে টাইফুন হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ১৩:২৩

জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিসের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। জীবিতদের উদ্ধারে তৃতীয় দিনের মতো অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। দেশটির জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে এ কথা জানায়। 

সম্প্রচার কেন্দ্রটির খবরে বলা হয়, ভয়াবহ এ ঝড়ের আঘাতে এখনো ১৫ জন নিখোঁজ রয়েছে।

গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় টাইফুন হাগিবিস জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূল দিয়ে স্থলে উঠে মধ্য ও পূর্বাঞ্চলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। 

ফিলিপাইনের তাগালোগ ভাষার শব্দ ‘হাগিবিস’ মানে ‘গতি’, এর আঘাতে ২০০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। এটিকে গত ৬০ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন বলে বিবেচনা করা হচ্ছে।

দুর্যোগ আঘাত হানার তিন দিন পরও প্রায় এক লাখ ৩৮ হাজার বাড়ি পানিবিহীন ও ২৪ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। শীতের আগমনে উত্তরাঞ্চলে তাপমাত্রা নেমে যেতে থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে।

রাজধানী টোকিওর উত্তরে ফুকুশিমা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আবুকুমান নদীর বাঁধ অন্তত ১৪টি স্থানে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

বেঁচে যাওয়া লোকজন জানিয়েছেন, রাতে প্রায় এক ঘণ্টার মধ্যে পানি বেড়ে বুক সমান উচ্চতায় উঠে যায়, এতে নিরাপদ এলাকায় সরে যাওয়া কঠিন হয়ে পড়ে।

টাইফুনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে প্রধানমন্ত্রী শিনজো আবে সতর্ক করেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ